মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

রূপকথার নিপাত

তোকে কুড়িয়ে নেব বলে আকাশে পেতেছিলাম ফাঁদ,

কিন্তু হলো সে এক বিষম সর্বনাশ।
ফাঁদ ভেদ করে এক আলোক বিন্দু করলো নিপাত।

ফাঁদ এর উপর শুরু হলো আলোর কাড়াকাড়ি,
আর মাটির উপর উঠলো এক আলোর গাছ........

তার পাতা, ফুল, ফল, সব আলো-

গাছের উপর চড়ল বসে চড়ুই পাখি।
দোষ কিই বা তার?! সে কি আর জানত এই আলোর বাড়াবাড়ি।
ঝটপট উড়ে গেল গাছের থেকে,
উড়ে গেল এক নদীর উপর।

নদীর উপর আলোর পাতা এসে পরছে,
তারা শীতল হয়ে যাচ্ছে।
আর শিহরণে মুখ তুলে চাইছে আকাশের দিকে.....

ওই দেখ ভুলেই গেছি, তোকে কুড়িয়ে নেব বলে
ফাঁদ পেতেছি আকাশ জুড়ে
ফাঁদ এর মধ্যে ছেঁদ ছিল জানতাম কি আর তখন,
সেই ছেঁদ দিয়ে রূপকথারা জন্ম নেবে যখন তখন।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন