মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

তুই!

তোকে ভিজিয়ে দেব শব্দের অহংকারে;
বৃষ্টি না পারলেও, ভিজে থাকবে চুল।
চোখের গহ্বর থেকে বেড়ে উঠবে সবুজ লতা;
মাথার উপর বর্ষার প্রথম মেঘ;
হাত পায়ে ঝরা পাতা উড়ে এসে পরা;
ঠোঁটের উপর মুক্ত সময়;
বুক ভরা ভেজা এক শান্তি।।

শব্দ এসে কেড়ে নিল আবার স্বপ্ন,
শব্দ এসে মনে করালো এতো তুই!
বিলম্বিত একটা স্বর একটানা
যেভাবে ভেঙ্গে দেয় নিরবতা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন