সোমবার, ১ এপ্রিল, ২০১৩

মিলন

আমি ঝড়ের শেষে ঝড়ের মত ক্লান্ত।
আমি নবীন আলোয় অন্ধকার ও আবছা।
আলতো করে নিভিয়ে দেওয়া প্রদীপ
জ্বলন্ত একটা ছোট্ট অগ্নিশিখা।
মাটির বুকে বেরিয়ে আসা মানব।
আমি পৃথিবীর মতো বৃহৎ ও সরল।
সব দিক ঠিক রেখে,
আমি নোংরা হলেও চোখে পরবে না মোর কালো।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন