তোকে ভিজিয়ে দেব শব্দের অহংকারে;
বৃষ্টি না পারলেও, ভিজে থাকবে চুল।
চোখের গহ্বর থেকে বেড়ে উঠবে সবুজ লতা;
মাথার উপর বর্ষার প্রথম মেঘ;
হাত পায়ে ঝরা পাতা উড়ে এসে পরা;
ঠোঁটের উপর মুক্ত সময়;
বুক ভরা ভেজা এক শান্তি।।
শব্দ এসে কেড়ে নিল আবার স্বপ্ন,
শব্দ এসে মনে করালো এতো তুই!
বিলম্বিত একটা স্বর একটানা
যেভাবে ভেঙ্গে দেয় নিরবতা।
বৃষ্টি না পারলেও, ভিজে থাকবে চুল।
চোখের গহ্বর থেকে বেড়ে উঠবে সবুজ লতা;
মাথার উপর বর্ষার প্রথম মেঘ;
হাত পায়ে ঝরা পাতা উড়ে এসে পরা;
ঠোঁটের উপর মুক্ত সময়;
বুক ভরা ভেজা এক শান্তি।।
শব্দ এসে কেড়ে নিল আবার স্বপ্ন,
শব্দ এসে মনে করালো এতো তুই!
বিলম্বিত একটা স্বর একটানা
যেভাবে ভেঙ্গে দেয় নিরবতা।