মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

তুই!

তোকে ভিজিয়ে দেব শব্দের অহংকারে;
বৃষ্টি না পারলেও, ভিজে থাকবে চুল।
চোখের গহ্বর থেকে বেড়ে উঠবে সবুজ লতা;
মাথার উপর বর্ষার প্রথম মেঘ;
হাত পায়ে ঝরা পাতা উড়ে এসে পরা;
ঠোঁটের উপর মুক্ত সময়;
বুক ভরা ভেজা এক শান্তি।।

শব্দ এসে কেড়ে নিল আবার স্বপ্ন,
শব্দ এসে মনে করালো এতো তুই!
বিলম্বিত একটা স্বর একটানা
যেভাবে ভেঙ্গে দেয় নিরবতা।




মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

রূপকথার নিপাত

তোকে কুড়িয়ে নেব বলে আকাশে পেতেছিলাম ফাঁদ,

কিন্তু হলো সে এক বিষম সর্বনাশ।
ফাঁদ ভেদ করে এক আলোক বিন্দু করলো নিপাত।

ফাঁদ এর উপর শুরু হলো আলোর কাড়াকাড়ি,
আর মাটির উপর উঠলো এক আলোর গাছ........

তার পাতা, ফুল, ফল, সব আলো-

গাছের উপর চড়ল বসে চড়ুই পাখি।
দোষ কিই বা তার?! সে কি আর জানত এই আলোর বাড়াবাড়ি।
ঝটপট উড়ে গেল গাছের থেকে,
উড়ে গেল এক নদীর উপর।

নদীর উপর আলোর পাতা এসে পরছে,
তারা শীতল হয়ে যাচ্ছে।
আর শিহরণে মুখ তুলে চাইছে আকাশের দিকে.....

ওই দেখ ভুলেই গেছি, তোকে কুড়িয়ে নেব বলে
ফাঁদ পেতেছি আকাশ জুড়ে
ফাঁদ এর মধ্যে ছেঁদ ছিল জানতাম কি আর তখন,
সেই ছেঁদ দিয়ে রূপকথারা জন্ম নেবে যখন তখন।।।

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

ভেজা




সবুজ - জল - বৃষ্টি - ঝমঝম
অদ্ভূত - আশ্চর্য - শান্তি - আলো - মেঘাধার
মানুষ - ভেজা - চুপচাপ - আনন্দ
গান - সরোদ - নিশ্চিন্ত - সময়।।

সোমবার, ১ এপ্রিল, ২০১৩

মিলন

আমি ঝড়ের শেষে ঝড়ের মত ক্লান্ত।
আমি নবীন আলোয় অন্ধকার ও আবছা।
আলতো করে নিভিয়ে দেওয়া প্রদীপ
জ্বলন্ত একটা ছোট্ট অগ্নিশিখা।
মাটির বুকে বেরিয়ে আসা মানব।
আমি পৃথিবীর মতো বৃহৎ ও সরল।
সব দিক ঠিক রেখে,
আমি নোংরা হলেও চোখে পরবে না মোর কালো।।