আকাশ, তোর্ এখন আর বৃষ্টি পায়না বুঝি ?
ভিজিয়ে দিতে ইচ্ছে করে না মাটি ?
উদ্যমতার শিয়রে পৌছে তুই ,
মেঘ জল নিয়ে ভেঙ্গে পড়বি তার বুকে !
ইচ্ছা করেনা ? ইচ্ছা করেনা বুঝি আর তোর্ ?
এখন কি তুই অন্য পৃথিবী যাস ?
ভেজাস তাকে জলীয় বাষ্প তে ?
সে কি তোকে দেয় সবুজ আদর ?
ফিরিয়ে দেয় আলোকিত এক পুকুর ?
গ্রামের মধ্যে চড়ুই পাখি ?
মাঠের ওপার থেকে ভেসে আসা রাখালিয়া বাঁসি ?
বা, গলা ছেড়ে বাউল গীতি ?
আর, এই যে এত ভাবনা , এই যে এত সব রং !
সব চারিদিক এলোমেলো !
কি সুন্দর এক বিশৃঙ্খলা !
ভালবাসতে পারিস তুই ওই নতুন পৃথিবী ?
তোর্ বৃষ্টি পাই ওখানে গিয়ে ??
ভিজিয়ে দিতে ইচ্ছে করে না মাটি ?
উদ্যমতার শিয়রে পৌছে তুই ,
মেঘ জল নিয়ে ভেঙ্গে পড়বি তার বুকে !
ইচ্ছা করেনা ? ইচ্ছা করেনা বুঝি আর তোর্ ?
এখন কি তুই অন্য পৃথিবী যাস ?
ভেজাস তাকে জলীয় বাষ্প তে ?
সে কি তোকে দেয় সবুজ আদর ?
ফিরিয়ে দেয় আলোকিত এক পুকুর ?
গ্রামের মধ্যে চড়ুই পাখি ?
মাঠের ওপার থেকে ভেসে আসা রাখালিয়া বাঁসি ?
বা, গলা ছেড়ে বাউল গীতি ?
আর, এই যে এত ভাবনা , এই যে এত সব রং !
সব চারিদিক এলোমেলো !
কি সুন্দর এক বিশৃঙ্খলা !
ভালবাসতে পারিস তুই ওই নতুন পৃথিবী ?
তোর্ বৃষ্টি পাই ওখানে গিয়ে ??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন