ভেসে যাচ্ছে দুটি খোলস।
দুটি সাদা-কালো খোলস।
ভেসে যাচ্ছে আগুন।
রঙিন আগুন।
ভেসে যাচ্ছে শূন্য ।
মুগ্ধ শূন্য!
রঙিন আগুন যখন হাওয়ার খেলায় মত্ত,
এক নেশাখোরের মতো।
তখন একনাগারে সাদা কালো দেহ
রং পাল্টাচ্ছে,
অহরহ!
দুটি সাদা-কালো খোলস।
ভেসে যাচ্ছে আগুন।
রঙিন আগুন।
ভেসে যাচ্ছে শূন্য ।
মুগ্ধ শূন্য!
রঙিন আগুন যখন হাওয়ার খেলায় মত্ত,
এক নেশাখোরের মতো।
তখন একনাগারে সাদা কালো দেহ
রং পাল্টাচ্ছে,
অহরহ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন