বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৩

অন্ধকারের আত্মপ্রলাপ


আমার পরিচয় কি??!!


আমি শুধুমাত্র চাই
যেন করতে পারি সকল সঠিক ভুল।
যে ভুল, ভুল না,
যা তোমার আমার সকলের হয় 
বেড়ে ওঠার মধ্যে দিয়ে, বেড়ে ওঠার জন্যে।।

















ভগবান যখন সমুদ্রতীরে এসে দাড়ায় 
যেন বলতে পারি আমার জ্ঞান চাই না, শুদ্ধতা চাই না, শক্তি চাই না,
আমি চাই, যেন আমি আমার সকল ভুলগুলো সঠিক ভাবে করতে পারি।
সূর্যের আলোয় মেলে ধরতে পারি আমার অন্ধকার।
        এমন এক অন্ধকার যা সূর্যের আলোতে আলোকিত না হয়েও, খুব সঠিক।
         সেই, রংহীন, মেরুদন্ডহীন, শক্তিহীন, অন্ধকার।

আলোড়ন ছড়িয়ে দেওয়ার শক্তি আমার নেই,
আলোড়ন হয়ে ওঠার দম্ভ আমার আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন