শনিবার, ১৮ মে, ২০১৩

একটি রূপকথার কবিতা




















আমি বৃষ্টির শেষে তোকে জড়িয়ে ধরেছিলাম রামধনুর আশায়
তখনও তোর্  চুলে বেয়ে চলেছে নদীর জল  !

আগ্নেয়গিরির লাভা জমে বরফ হয়ে গেছে কাল রাতেই  !
আজ তার উপর বৃষ্টি পরেছে  !
বরফ আছে বরফের মত আর তার উপর জল জমে  !


এত টাটকা রামধনু আগে কখনো দেখিনি  !
প্রত্যেকটা রং এত ঠিকরে বেরোচ্ছে যেন মনে হচ্ছে, রঙিন সব সূর্য সারি বেধে পাশাপাশি দাড়িয়ে  !
আর সেই তাদের তীব্র রঙের রশ্মি একবার আগ্নেয়গিরিরর গা বেয়ে উঠে আসছে জল এর দিকে  !
আবার খানিক পর আকাশ থেকে ঝাপ দিচ্ছে তোর্ চুলের ভিতর নদীর জল হয়ে  !


আমি মনে মনে ভেবে বসেছি যে, সব রহস্য তোর্ ওই চুল ছুলেই বুঝতে পারবো  !
চুলের গভীরে ছোট্ট এক কোষ এ পৌছে দেখি সেই একই কল্পনা  !
সেই একই ছবি  ! সেই রামধনু  ! সেই আগ্নেয়গিরি  !
আবার সবকিছুর শুরু। 

বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৩

অন্ধকারের আত্মপ্রলাপ


আমার পরিচয় কি??!!


আমি শুধুমাত্র চাই
যেন করতে পারি সকল সঠিক ভুল।
যে ভুল, ভুল না,
যা তোমার আমার সকলের হয় 
বেড়ে ওঠার মধ্যে দিয়ে, বেড়ে ওঠার জন্যে।।

















ভগবান যখন সমুদ্রতীরে এসে দাড়ায় 
যেন বলতে পারি আমার জ্ঞান চাই না, শুদ্ধতা চাই না, শক্তি চাই না,
আমি চাই, যেন আমি আমার সকল ভুলগুলো সঠিক ভাবে করতে পারি।
সূর্যের আলোয় মেলে ধরতে পারি আমার অন্ধকার।
        এমন এক অন্ধকার যা সূর্যের আলোতে আলোকিত না হয়েও, খুব সঠিক।
         সেই, রংহীন, মেরুদন্ডহীন, শক্তিহীন, অন্ধকার।

আলোড়ন ছড়িয়ে দেওয়ার শক্তি আমার নেই,
আলোড়ন হয়ে ওঠার দম্ভ আমার আছে।