শনিবার, ৩০ মার্চ, ২০১৩

মুক্তি

খানিকটা কালো মেঘ জমে ছিল আকাশে,
আমি তার ভিতরে প্রবেশ করে ভেবেছিলাম-
আকাশ  থেকে তাকে মুক্তি দেব।
কিন্তু মুক্তি দেওয়ার নামে তাকে শুষে  নিলাম নিজের ভিতর।
তারপর আলোর মাঝে অন্ধকার।
এক শরীর কালো মেঘ হয়ে আমি পড়তে থাকলাম ,
পড়তে  থাকলাম একটা পুকুরের মধ্যে।
অতিকায় এ পৃথিবীর ক্ষুদ্র এক পুকুর।
তুমি আলো হলে,  আমি মুক্ত।
বৃষ্টির জল, পুকুর আর আমি এক হয়ে,
মিশে গেলাম, মিলিয়ে গেলাম, হারিয়ে গেলাম।

সমর্পণ

সমর্পিত  হল  সকল  অঙ্গ :
মাঠ , ঘাট , নদী , গাছপালা , বাড়ি :
একতলা, দোতলা , তিনতলা ।
সন্ধেবেলা  হলুদ  আলোয় ;
এক  নবীন  রঙের  স্বপ্ন ।।

সমর্পিত হল আসবাব :
খাট , বিছানা , টেবিল :
তার উপর হাতঘড়ি, পাশে চাযের কাপ ।
কুয়াশা মাখা রাস্তায় ,
শীতের চাদরের তলায় হাতের গোপন আলিঙ্গন ।।

সমর্পিত হল ভাবনা :
একথা , সেকথা, কুকথা , কথার কথা:
'ভালো আছ?', 'কেন অমন?'।
ময়দানের বিকেলে ,
একে অপর কে চেনা জানার রুপকথা ।।

সমর্পিত হলাম  আমি,
কিন্তু সে আর এমন কি?!
বাসা পরিবর্তন মাত্র।
সমর্পিত হলে তুমি।
কি করে?! কই বুঝলাম না তো ।

তবে কি মিশে গেলে বুঝি??