খানিকটা কালো মেঘ জমে ছিল আকাশে,
আমি তার ভিতরে প্রবেশ করে ভেবেছিলাম-
আকাশ থেকে তাকে মুক্তি দেব।
কিন্তু মুক্তি দেওয়ার নামে তাকে শুষে নিলাম নিজের ভিতর।
তারপর আলোর মাঝে অন্ধকার।
এক শরীর কালো মেঘ হয়ে আমি পড়তে থাকলাম ,
পড়তে থাকলাম একটা পুকুরের মধ্যে।
অতিকায় এ পৃথিবীর ক্ষুদ্র এক পুকুর।
তুমি আলো হলে, আমি মুক্ত।
বৃষ্টির জল, পুকুর আর আমি এক হয়ে,
মিশে গেলাম, মিলিয়ে গেলাম, হারিয়ে গেলাম।
আমি তার ভিতরে প্রবেশ করে ভেবেছিলাম-
আকাশ থেকে তাকে মুক্তি দেব।
কিন্তু মুক্তি দেওয়ার নামে তাকে শুষে নিলাম নিজের ভিতর।
তারপর আলোর মাঝে অন্ধকার।
এক শরীর কালো মেঘ হয়ে আমি পড়তে থাকলাম ,
পড়তে থাকলাম একটা পুকুরের মধ্যে।
অতিকায় এ পৃথিবীর ক্ষুদ্র এক পুকুর।
তুমি আলো হলে, আমি মুক্ত।
বৃষ্টির জল, পুকুর আর আমি এক হয়ে,
মিশে গেলাম, মিলিয়ে গেলাম, হারিয়ে গেলাম।